Social Icons

শুক্রবার, ২৬ অক্টোবর, ২০১২

ম্যাক অপারেটিং সিস্টেমে থাকছে না জাভা

ম্যাক অপারেটিং সিস্টেমের আপডেট ভার্সনের ইন্টারনেট ব্রাউজার থেকে ওরাকলের জাভা সফটওয়্যারটি বাদ দিয়েছে অ্যাপল। খবর ইয়াহু নিউজ-এর।

এর আগে ম্যাক ওএস এক্সের সঙ্গেই জাভা ইনস্টল করে দিয়েছিলো অ্যাপল। সম্প্রতি অ্যাপল তাদের ব্যবহারকারীদের জানিয়েছে, ওয়েব এক্সেসের জন্য বহু ব্যবহৃত এই প্রোগ্রামটির প্রয়োজন হলে সরাসরি জাভার ওয়েবসাইট থেকে তা ডাউনলোড করে নিতে হবে।

তবে জাভা সফটওয়্যারটি সম্প্রতি মুছে ফেলার কারণ সম্পর্কে অ্যাপল খোলাখুলি কিছুই বলেনি। এমনকি দু’টি কোম্পানিই এ বিষয়ে মুখে কুলুপ এটে বসে আছে।

জাভা এমন একটি কম্পিউটার ল্যাঙ্গুয়েজ যা এর ব্যবহারকারীদের একটি প্রোগ্রামারের লেখা কোড বিভিন্ন মেশিনে ব্যবহারের সুবিধা দেয়। জাভায় লেখা প্রোগ্রাম ম্যাক এবং উইন্ডোজ- উভয় অপারেটিং সিস্টেমেই ব্যবহারযোগ্য।

ইউরোপের কম্পিউটার নিরাপত্তা বিশারদদের মতে, অগাস্ট মাসে হ্যাকাররা জাভা সিকিউরিটি সিস্টেম হ্যাক করার উপায় বের করেন। এরপর জাভার আপডেট বের করতে ওরাকলের কিছুদিন সময় লেগে যায়।

গবেষক অ্যাডম গৌডিয়াকের মতে, ম্যাক অপারেটিং সিস্টেম থেকে জাভা বাদ দিয়ে অ্যাপল কম্পিউটারের নিরাপত্তা ঝুঁকি কমানোরই চেষ্টা করছে।http://tech.bdnews24.com/details.php?shownewsid=4345
  

কোন মন্তব্য নেই: