Social Icons

সোমবার, ২৩ এপ্রিল, ২০১২

যাদের মোবাইলে বাংলা নেই তারা বাংলা ফন্ট ইন্সটল করুন


নমস্কার , সালাম, আদাবসবাই ভালো আছেন? অনেকের মোবাইল বাংলা নেই। বাংলা দেখা যায় না বাংলা সাপোর্ট করে না, বাংলা লিখা দেখা গেলেও সেটা ঝাপসা দেখা যায়। ঠিক মত নিজের মায়ের ভাষায় আপনি ব্লগ গুলো প্রতে পারছেন না প্রতিদিন মিস করছেন অনেক কিছু
. প্রথমে SolaimanLipi ফন্টটি ডাউনলোড করে নিন
. এরপর আপনার নোকিয়া ফোনের মেমোরি কার্ডটি বের করে কার্ড রিডার দিয়ে কমপিউটারের সাথে সংযুক্ত করুন। রুট ফোল্ডারে “resource” নামে একটা ফোল্ডার তৈরী করুন, এই ফোল্ডারের ভেতরে “fonts” নামে আরেকটি ফোল্ডার বানান
. SolaimanLipi.ttf এই ফাইলটির টি কপি ফোল্ডারে সেভ করুন। এরপর তাদের কে নীচের টি নামে rename করে নিন
- ncrbiu.ttf
- ncrbru.ttf
- ncrriu.ttf
- ncrrru.ttf
- nosnr60.ttf
- nssb60.ttf
- nstsb60.ttf
- s60zdigi.ttf
. এবার মেমোরি কার্ডটি পুনরায় মোবাইলে ব্যবহার করলে দেখতে পাবেন ফন্ট পরিবর্তন হয়ে গেছে
খেয়াল রাখবেন মোবাইলের ডাটা কেবল কানেক্ট করে এই ফোল্ডার তৈরী করা যাবে না। কারন, ফন্টটা তখন মোবাইলে ব্যবহার হয়। তাই কার্ড রিডার ছাড়া এই কাজটা সম্ভব নয়। আরেকটা কথা বলি যদি ফন্ট বা বাংলা পছন্দ না হয়, তাহলে খালি মেমোরী কার্ড থেকে resource ফোল্ডারটা মুছে দিন তাহলেই  আবার আগের মতো হয়ে যাবে। এই কাজটা আমার nokia n7 সফলভাবে করতে পেরেছি। আসা করছি আপনিও পারবেন

কোন মন্তব্য নেই: