Social Icons

শুক্রবার, ২৬ অক্টোবর, ২০১২

এক্সবক্স ৩৬০ থেকে ফেইসবুক এবং টুইটার বাদ

এ সপ্তাহের শুরুতে মাইক্রোসফটের গেইমিং কনসোল এক্সবক্স ৩৬০-এ ইন্টারনেট এক্সপ্লোরার ৯-এর অ্যাপ্লিকেশন সংযোজন করেছে। তবে ইন্টারনেট এক্সপ্লোরারের অ্যাপ যুক্ত করার পাশাপাশি ফেইসবুক এবং টুইটারের অ্যাপ্লিকেশনগুলো মুছে ফেলা হয়েছে নতুন এ সংস্করণটি থেকে। খবর ম্যাশএবল-এর।

এক্সবক্স ৩৬০ ব্যবহারকারী, যারা খুব সম্প্রতি তাদের সিস্টেম আপডেট করেছেন, তারা ইতোমধ্যে আবিষ্কার করেছেন, ফেইসবুক এবং টুইটারের উপস্থিতি নেই এক্সবক্স মার্কেটে। যেসব ইউজার ইতোমধ্যে ওই অ্যাপ্লিকেশনগুলো ডাউনলোড করে নিয়েছেন, তারা সেগুলো ব্যবহার করতে পারলেও নতুন করে এ সুবিধা আর কেউ উপভোগ করতে পারবেন না।

মাইক্রোসফটের এক মুখপাত্র বলেন, ‘আমরা এক্সবক্সে এখন থেকে আর ফেইসবুক এবং টুইটারের সুবিধা প্রধান করছি না। তবে এক্সবক্স লাইভের গ্রাহকরা ড্যাশবোর্ডের ওয়েব হাবের সহায়তায় ইন্টারনেট এক্সপ্লোরের মাধ্যমে এই দু’টি সাইট ব্যবহার করতে পারবেন।’

তবে এখনো এমন পরিবর্তনের বিষয়ে মুখ খোলেনি মাইক্রোসফট। তবে ধারণা করা যায়, ইন্টারনেট এক্সপ্লোরারের ব্যবহার বাড়ানোর জন্যই মাইক্রোসফট এই পদেক্ষেপ নিয়েছে।

২০০৯ সাল থেকেই ফেইসবুক এবং টুইটার এক্সবক্সের একটি অংশ হয়ে আসছে। তবে নতুন সংস্করণে নতুন মিউজিক-স্ট্রিমিং সার্ভিসও যোগ করা হয়েছে।বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

কোন মন্তব্য নেই: