Social Icons

শুক্রবার, ২৬ অক্টোবর, ২০১২

ফেইসবুক আসক্তি মুক্তির অভিনব উপায়!

ফেইসবুকের আসক্তি থেকে নিজেকে মুক্ত করে বাস্তব কাজে বেশি বেশি ব্যস্ত থাকতে এক অভিনব সিদ্ধান্ত নিয়েছেন মানিষ শেঠী নামের এক মার্কিনী। পেশায় তিনি একজন প্রোগ্রামার। তার কাজ পর্যবেক্ষণ করতে একজন মহিলাকে নিয়োগ দিয়েছেন তিনি। খবর অরেঞ্জ নিউজ-এর।

ফেইসবুকের এ আসক্তি দূর করতে নিজের জন্য অভিনব ‘শাস্তি’র ব্যবস্থা করেছেন তিনি। শাস্তি হচ্ছে, তিনি ফেইসবুক ব্যবহার করলে তাকে ‘চড়’ দিতে হবে। এ কাজের জন্য প্রতি ঘণ্টায় পারিশ্রমিক হিসেবে মহিলাকে দেয়া হবে ৮ ডলার।

শেঠী বলেন, ‘প্রতি সপ্তাহের কাজের ১৯ ঘণ্টাই কাটে আমার বিভিন্ন সোশাল মিডিয়ার ওয়েবসাইটে। ব্লগে ‘মানুষ সামাজিক জীব’ শিরোনামে তিনি লেখেন, একাকী কিভাবে বেঁচে থাকতে হয় এবং কাজ করতে হয়, সে পদ্ধতি আমরা তৈরি করি না। এখন অধিকাংশ কর্মজীবী মানুষের সামনে থাকে একটি কম্পিউটার। সেটার কোনো তদারকি থাকে না। মূল্যবান সময়ের অনেকটাই তাই কাটে বিভিন্ন সোশাল নেটওয়ার্কে। তাতে দেখা যায়, আমরা প্রতি সপ্তাহে মাত্র তিনদিন উৎপাদনশীল কাজ করি।’

‘একাকী কম্পিউটারের সামনে কাজ করতে গিয়ে আমি লক্ষ্য করেছি, আমার অধিকাংশ সময় কাটে খামখেয়ালিভাবে। তা থেকে কোনো ফলাফল আসে না। আমি কেন মূল্যবান সময়কে কিছু না করেই নষ্ট করে ফেলি, তা নিয়ে আমার প্রশ্ন জাগে। এজন্য নিজেকে ‘স্টুপিড’ মনে হয়। যখন আমার একজন বস বা উর্ধ্বতন কেউ আমাকে তত্ত¡াবধান করেন, তখন আমার কোনো কাজই পড়ে থাকে না। সব কাজ নির্ধারিত সময়ে করা হয়,’ জানান শেঠী।

কোন মন্তব্য নেই: