Social Icons

বুধবার, ৩১ অক্টোবর, ২০১২

ইতিহাসের সেরা যৌন অপরাধীর সহযোগী গ্রেফতার

শুনলে অনেকটা আঁতকে উঠার মতো বিষয়টা। বিবিসির পরলোকগত উপস্থাপন জিমি সেভিল ৪০ বছরেরও বেশি সময় ধরে কমপক্ষে ৩০০ শিশুর ওপর ভয়াবহ যৌন নির্যাতন চালিয়েছেন। গত বছর ৮৪ বছর বয়সে বিচার শেষ হবার আগেই তার মৃত্যু হলেও এই সংক্রান্ত অভিযোগের এতদিন তদন্ত চলছিলো। তারই ধারাবাহিকতায় সম্প্রতি সাবেক পপ তারকা গ্রে গ্লিটারকে বিবিসি’র সাবেক উপস্থাপক জিমি সেভিলের সহযোগী হিসেবে আটক করেছে লন্ডনের পুলিশ।

স্কটল্যান্ড ইয়ার্ড সেভিলের শিশু নির্যাতনের ঘটনার ব্যাপক তদন্ত শুরু করলে বেরিয়ে আসে সাবেক এ পপ শিল্পীর নাম।বিকৃত মানসিকতার ৬৮ বছর বয়সী গ্লিটারের প্রকৃত নাম পল গাড। ২০০৬ সালে শিশু নির্যাতনের দায়ে তাকে আরো একবার ভিয়েতনামের কারাগারে যেতে হয়েছিল।
ব্রিটিশি পুলিশ- স্কটল্যান্ড ইয়ার্ডের প্রধান তদন্তকারী কর্মকর্তা পিটার স্পিন্ডলার এর আগে জানিয়েছিলেন, সেভিলের হাতে নির্যাতিতদের অভিযোগ শোনার জন্য ব্যাপক তদন্ত শুরু হয়েছে। এ পর্যন্ত ১৩০ নারী স্বপ্রণোদিত হয়ে পুলিশের কাছে সেভিলের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন।
স্পিন্ডলার বলেন, “সেভিল নিঃসন্দেহে ছিলেন সাম্প্রতিক ইতিহাসের একজন সেরা যৌন অপরাধী।”
১৯৬০ এর দশক থেকে টানা ৪০ বছর ধরে সেভিল নিজের অবস্থান ও প্রভাব খাটিয়ে উঠতি বয়সের বহু শিশুকে ধর্ষণ করেছেন বলে অভিযোগ রয়েছে। এবং এই কাজে তাকে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে সবসময় সহযোগিতা করেছেন সাবেক এই পপ তারকা গ্রে গ্লিটার। সেভিল আমলে ব্রিটিশ সরকারের অর্থে পরিচালিত প্রতিষ্ঠান বিবিসি’তে একটি ভয়ানক যৌন চক্র গড়ে উঠেছিল বলে ধারণা করছে পুলিশ।
এখন  পপ তারকা গ্রে গ্লিটার এর সঙ্গে আদালত কি রকম আচরণ করবেন ও শাস্তি দেবে সেটাই দেখার বিষয়। সূত্র:-বিডি আর্টিকেল

কোন মন্তব্য নেই: