Social Icons

রবিবার, ১ জুলাই, ২০১২

Odesk ত চলে গেল । এখন ? কি করবো?

আমি বর্তমান বিষয়ে বলছি।বিভিন্ন লাঞ্চার (ল্যাংচার) মোটামুটি উধাও। আমাদের দেশের বেকার আর অকর্ম যুবক সোনারা ( যারা এতিপূর্বে কিলিক বাহিনী ছিল, যাদের ফিছাই পা রাখা জেত না ) তারা দলে দলে odesk এর ছায়াতলে আসতেছে। ( হাজার হাজার একাউন্ট খুলছে) ।এদের চাপে odesk গেল গেল অবস্থা। তদের experience বলতে কিলিক। আমি তাদের কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করছি-
@আমার এক বন্ধু , নাম আর বলিনা- বলছে, “ অদেস্ক এর কাজ কি... ? কি করা লাগে? কইটা কিলিক?
আমার উত্তর- এখানে ইচ্ছা মত কিলিক মারা যাই। তবে আমাদের কীবোর্ড
দিয়ে করলে ভালো ডলার পাই...
@ফেসবুকে এক বড় ভাই, “ অদেস্ক নাকি চলে গেল?
... আমার উত্তর- চলে গেল মানে? আপনি কেবল জানলেন? আমি ত কবরে মাটি দিলাম।
@চায়ের দোকানদার – অদেস্ক এর $ কত করে বিক্রি কর?
আমার উত্তর- আগে ২০ টাকা করে, পরে আর কেউ নিচ্ছেনা।
@হোতাই মাথা আরেক ফ্রেন্ড (কিলিক বাহিনীর নেতা)- “অদেস্ক এর কাজ শিখাও। কত টাকা নিবা দিব।
উল্লেখ যে সে কম্পিউটার এর কোন প্রোগ্রাম সম্পর্কে জানেনা । জানে কেবল কিলিক মারতে।
আমার উত্তর- আমি নিজেই কিছু বুঝিনা?
@রউফ নামের এক বড় ভাই- রাজু odesk এর কাজ শিখাও
আমার উত্তর- ভাই অদেস্ক এর কাজ কথাটি ভুল। বলেন SEO,WEB DESIGN,WORDPRESS এগুলার কাজ শিখাও।
মনে বড় আশা নিয়ে গেলাম ভাইয়ের কাছে। ভাবলাম হাজার হলেও একটা বাহিনীর সদস্য কে বাঁচাই। wordpress কি? এটা বুঝালাম আর একটা link দিয়ে বললাম “ভাই এটা পরেন অনেক কিছু জানবেন” ভাই বলে- পড়াশুনা করা যাবেনা। কাজ শিখালে শিখাও না হলে বল। আমার আর বলার কিছু থাকলোনা। আমি চলে আসলাম। হারে হারে বুঝলাম বাবা এরা সেই বাহিনী যে বাহিনী আমেরিকা কে ফকির বানাল আর বাংলাদেশ কে বানালো আমেরিকা। ( যেহেতু এদের ডলার=আমদের দেশে কোন দাম নেই। কেউ নাকি নিতে চায়না। )
আমার কথা গুলো শুনে কার বা ভালো লাগল আবার কেউ বা কষ্ট পেলেন। আসলে কষ্ট যা কিছু সব আমাদের নিজের গড়া।
আমি এই বিষয়ে নিজেদের দোষ দিব। শয়তান তো থাকবেই , হাজার হাজার লাঞ্চার আছে। এগুলো পেইড করেনা। রোকন মিয়া আপনাদের সরলতা আর অলসতার সুজুগ টা কাজে লাগিয়েছে। আপনাদের প্রথম থেকে নিষেধ করেসি আমরা। কেও কথা শোনেনি।
Odesk এ আপনাদের পদার্পণ কে আমরা ভালো ভাবে নিতে পারছিনা। কারন আপনারা কোন কাজ জানেন না। চেষ্টা করুন, কাজ জানুন তারপর odesk এ আসুন। আপনাদের যাবতীয় সাহায্য করার জন্য আমরা আছি। সবসময় থাকব। ইন্সাল্লাহ...

কোন মন্তব্য নেই: