Social Icons

শনিবার, ২১ এপ্রিল, ২০১২

দশ বছর বয়সেই মা হলেন এক বালিকা!


১০ বছর বয়সী এক বালিকা জন্ম দিয়েছে সুস্থসবল একটি মেয়েশিশু। ঘটনাটি ঘটেছে কলম্বিয়ার উত্তরাঞ্চলীয় লা গুয়াজিরা উপদ্বীপে। এর মধ্যদিয়ে পৃথিবীর সবচেয়ে কম বয়সী মায়েদের একজন হয়ে উঠলো দেশটির উত্তরাঞ্চলীয় লা গুয়াজিরা উপদ্বীপের আদিবাসী ওয়াইয়ু গোত্রের মেয়েটি
শুক্রবার যুক্তরাজ্যের দ্য ডেইলি মেইল জানিয়েছে, অস্ত্রোপচারের মাধ্যমে ৩৯ সপ্তাহের অন্তঃসত্ত্বা মেয়েটি সন্তানের জন্ম দিয়েছে। অন্তঃসত্ত্বা হওয়ার পর প্রথমবারের মতো চিকিৎসকের কাছে আসে মানাউরে শহরের বাসিন্দা বালিকাটি
চিকিৎসকরা জানান, তীব্র প্রসব বেদনা নিয়ে রক্তাক্ত অবস্থায় চোখ ভাসানো কান্না নিয়ে হাসপাতালে আসে মেয়েটি। মা সন্তান উভয়কেই বাঁচানোর উদ্দেশ্যে ঝুঁকিপূর্ণ হলেও অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। কলম্বিয়ান পুলিশ জানায়, সদ্যোজাত শিশুটির বাবার বিরুদ্ধে অপ্রাপ্ত বয়স্কের সঙ্গে যৌনসম্পর্ক গড়ে তোলার অভিযোগে আইনি ব্যবস্থা নেওয়া যেতে পারে। তবে দেশটির সংবিধান অনুযায়ী ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা রয়েছে ওয়াইয়ু গোত্রের। সূত্রঃস্টেট নিউজ বি

কোন মন্তব্য নেই: