Social Icons

শনিবার, ২১ এপ্রিল, ২০১২

ম্যাকডোনাল্ড আমাকে পতিতাবৃত্তিতে বাধ্য করেছে


বিশ্ববিখ্যাত ফাস্টফুড কোম্পানি ম্যাকডোনাল্ডের বিরুদ্ধে মামলা করছেন সেখানেই কাজ করা এক কর্মচারী। ক্যালিফোর্নিয়ার শেলি লেইন নামের ওই কর্মচারী দাবি করছেন, ম্যাকডোলাল্ডের কারণেই তিনি পতিতাবৃত্তি করতে বাধ্য হয়েছেন। তিনি বলেছেন, ম্যাকডোনাল্ডের উচিত ছিল নির্যাতনকারী সাবেক স্বামী এবং সাবেক বস কেইথ হ্যান্ডলির হাত থেকে তাকে রক্ষা করা। হ্যান্ডলির মাধ্যমে শেলি ৩০ বছর আগে যোগ দিয়েছিলেন ম্যাকডোনাল্ডে। সেখানে যোগ দেয়ার পাঁচ বছর পরই মালিক হ্যান্ডলির সঙ্গে প্রেম শুরু করেন শেলি। শেলি বলেছেন, ম্যাকডোনাল্ডের ওই শাখাটি এখনও চালু রয়েছে। নিজের চাহিদামতো কাছে পাওয়ার জন্য হ্যান্ডলি তাকে জোর করে পদত্যাগ করিয়েছিলেন। শেলি ম্যাকডোনাল্ডের বিরুদ্ধে অভিযোগ এনে বলেছেন, এমন একটি কোম্পানির দয়ার ওপর তাকে নির্ভর করতে হয়েছে যারা আগ্রাসী বসের নজর থেকে নারী কর্মীদের রক্ষার জন্য কোন নিরাপত্তারই ব্যবস্থা করেনি। ম্যাকডোনাল্ডের পাশাপাশি তিনি ক্যালিফোর্নিয়া সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কোর্টে হ্যান্ডলির বিরুদ্ধেও মামলা দায়ের করেছেন। শেলি বলেছেন, তার স্বপ্ন ছিল লাস ভেগাসের ড্যান্সার হিসেবে প্রতিষ্ঠিত হওয়া। স্বপ্ন পূরণে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়ে হ্যান্ডলি তার সঙ্গে প্রতারণা করেছেন। হ্যান্ডলি ভেগাসে তাকে থাকার জন্য একটি বাড়ি কিনে দিয়েছিলেন। কিন্তু পরে তাকে বলা হয়েছিল, এর অর্থ পরিশোধের জন্য তাকে বৈধ পতিতালয়ে পতিতাবৃত্তি করতে হবে। অভিযোগপত্রে বলা হয়েছে, হ্যান্ডলি এরপর প্রতিদিনই তাকে পতিতাবৃত্তির মাধ্যমে অর্থ উপার্জনের জন্য চাপ দিতে থাকে। অন্যথায় তাকে বাড়িসহ সবকিছু হারাতে হবে বলে হুমকি দেয়া হয়েছিল। শেলি বলেছেন, নেভাদাতে পরে তিনি একটি কাজ জুটিয়ে নিয়েছিলেন। পরে সেখানেই তিনিটপ হুকার’- পরিণত হয়েছেন। শেলি বলেছেন, হ্যান্ডলিকে কখনোই ম্যাকডোনাল্ডের শাখা খোলার অনুমতি দেয়া উচিত হয়নি। কোম্পানি যখন হ্যান্ডলিকে এর শাখা পরিচালনার অনুমতি দিয়েছে তখন তারা তার নৈতিক চরিত্র সম্পর্কে খোঁজ খবর না নিয়ে ব্যর্থতার পরিচয় দিয়েছে বলেও তিনি উল্লেখ করেন। মামলায় শেলি প্রাপ্য মজুরি, বিশেষ ক্ষতিপূরণ এবং আনুষঙ্গিক ক্ষতিপূরণ দাবি করেছেন। ব্যাপারে অবশ্য হ্যান্ডলির পক্ষ থেকে কোন জবাব পাওয়া যায়নি। সূত্রঃ মানবজমিন


কোন মন্তব্য নেই: